মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখার দুই সীমান্ত এলাকা দিয়ে ১২১ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২৫ মে) ভোরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টার দিকে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।
এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৪০ জনকে আটক করলো বিজিবি।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটকদের সবাই বাংলাাদেশি। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক।
বিজিবির জানায়, রোববার ভোরে বড়লেখার লাতু এলাকায় ৭৯ জন এবং নিউ পাল্লাথল এলাকায় আরো ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে জানান, তাদের আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।